আজাদ হত্যা মামলার মূল হোতা আবুল হাসনাত রাজু ও ওসমান গ্রেফতার
Posted on Jun 05, 2023 01:44:43 PM.
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ কর্তৃক পাহাড়তলী আজাদ হত্যা মামলার মূল হোতা আবুল হাসনাত রাজু ও ওসমান গ্রেফতার।
গত ইং ২৮/০৫/২০২৩ তারিখ পাহাড়তলী এলাকায় আততায়ীরা ভিকটিম আজাদুর রহমানকে উপর্যুপরি ছুরিকাঘাত করে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার পর হতে এজাহার নামীয় ও অজ্ঞাতনামারা চট্টগ্রাম মহানগর হতে পালিয়ে গিয়ে গা ঢাকা দেয়।
উক্ত ঘটনায় সিএমপির পাহাড়তলী থানার মামলা রুজু হওয়ার পর মামলাটি তদন্তের জন্য ডিবি (পশ্চিম) কে দায়িত্ব দেওয়া হয়। বিবাদিদের গ্রেফতারের জন্য ডিবি পশ্চিম বিভাগের টিম-৪২ মাঠে নামে। ডিবি পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিবাদিদের অবস্থান নিশ্চিত হয় এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর ও পশ্চিম) জনাব মোহাম্মদ আলী হোসেন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিঃ উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ সামীম কবির এবং সহকারী পুলিশ কমিশনার জনাব কাজী মোঃ তারেক আজিজ এর তত্বাবধানে, পুলিশ পরিদর্শক জনাব রমিজ আহমদ, এসআই মোহাম্মদ রাজীব হোসেন, এসআই মোঃ রবিউল ইসলাম, এএসআই মোঃ নুরুন্নবী মুন্না ও সঙ্গীয় ফোর্সসহ খুলনা জেলার পাইকগাছা থানাধীন শোলাদানা এলাকায় অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী আজাদ মার্ডারের মূলহোতা আবুল হাসনাত রাজু ও ওসমানকে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আটক করেন এবং চট্টগ্রামে অভিযান পরিচালনা করে আবুল হাসনাত রাজু ও ওসমান এর দেখানো ও সনাক্ত মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ০২ টি ছোরা উদ্ধার পূর্বক জব্দ করেন।
জিজ্ঞাসাবাদে জানা যায় ভিকটিম আজাদের সাথে স্থানীয় নয়া বাজার বিশ্বরোড এলাকার চাঁদা আদায়ের বিষয় নিয়ে আটক আবুল হাসনাত রাজু এবং ওসমান এর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৮/০৫/২০২৩ খ্রিঃ তারিখ ভোর ০৪.৩০ ঘটিকার সময় ভিকটিম আজাদ তার বাসার গলির সামনে নয়াবাজার রোডে আসলে পূর্ব থেকে উৎপেতে থাকা আবুল হাসনাত রাজু এবং ওসমান তাদের অপর সহযোগিদের নিয়ে ভিকটিম আজাদকে এলোপাতাড়ি ছুরি মেরে মারাত্মক আহত করে। পরবর্তীতে মেডিকেলে নেওয়ার পথে ভিকটিম আজাদ মারা যান।