সিএমপি ডবলমুরিং মডেল থানার অভিযানে আত্মসাৎকৃত ২৯,২৫,৫০০ টাকাসহ আটক ০১ জন
Posted on May 23, 2023 11:32:20 AM.
সিএমপি ডবলমুরিং মডেল থানার অভিযানে আত্মসাৎকৃত ২৯,২৫,৫০০ টাকাসহ আটক ০১ জন।
২২/০৫/২০২৩ খ্রিঃ দুপুর অনুমান ০১.৩০ ঘটিকার সময় বাদি তাওসিফ আমির দোভাষ তার প্রতিষ্ঠানের সর্বমোট ৩০,৬৮,৫০০ টাকা ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ ফারুক চেম্বারের সামনে এসে ইউসিবি ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে বাদির প্রতিষ্ঠানের অফিসের স্টাফ আবু হাবিব ডালিম ও মোঃ সোলেমানকে সাথে নিয়ে ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ ফারুক চেম্বারের সামনে এসে গাড়ী পার্কিং করে। তখন অফিসের স্টাফ মোঃ সোলেমান কৌশলে নগদ ৩০,৬৮,৫০০ টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যায়।
পরবর্তীতে বাদি উক্ত ঘটনার বিষয়টি ডবলমুরিং মডেল থানাকে মৌখিকভাবে অবগত করলে অফিসার ইনচার্জ মহোদয়ের তাৎক্ষণিক নির্দেশে এসআই/আহলাদ ইবনে জামিল ও এসআই/মোঃ ইমান হোসাইন তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন ছোট দারোগারহাট বাজারস্থ শাকিল স্টোর নামীয় কাঠের দোকানের পাশে যাত্রী ছাউনির সামনে নোয়াখালীগামী বাধন এক্সপ্রেসের বাসকে সিগনাল দিলে মোঃ সোলেমান পুলিশে উপস্থিতি টের পেয়ে বাস থেকে নেমে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কালে বাদির দেখানো ও সনাক্তমতে মোঃ সোলেমানকে আটক করেন এবং তার হেফাজত হতে আত্মসাৎকৃত ২৯,২৫,৫০০ টাকা উদ্ধারপূর্বক জব্দ করেন।