Posted on May 14, 2023 02:17:41 PM.
![]() |
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব সোনাহর আলীর তত্বাবধানে, পুলিশ পরিদর্শক মোঃ রুহুল আমিন সংগীয় অফিসার ও ফোর্সসহ ১২/০৫/২০২৩ খ্রিঃ নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করে ০৭ জন ভিকটিম উদ্ধার পূর্বক মানবপাচারে জড়িত মোঃ ইলিয়াছ, আনিছ, মাসুদুর রহমান, মহিন উদ্দীন এবং মো তৌহিদুল ইসলামকে আটক করেন। ঘটনার প্রেক্ষিতে ভিকটিম বাদী হয়ে নগরীর কোতোয়ালী থানায় মানবপাচার আইনে একটা নিয়মিত মামলা দায়ের করেন।