সিএমপি খুলশী থানার অভিযানে চুরির মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
Posted on May 20, 2023 04:19:23 PM.
সিএমপি খুলশী থানার এসআই (নিঃ) আবু হাসনাত মিশু, এএসআই (নিঃ) সোহেল আহমেদ, এএসআই (নিঃ) আপ্যায়ন বড়ুয়া, এএসআই (নিঃ) রাজীব দে ২০/০৫/২০১৩ খ্রিঃ নগরীর আকবরশাহ থানাধীন ইস্পাহানী সি-গেইট জনতা কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে চুরি মামলায় ০২ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি মোঃ কাউসারকে আটক করেন।
ধৃত আসামী মোঃ কাউসার পেশায় একজন ড্রাইভার। ২০০৯ সালে আসামী তাহার সহযোগীসহ ডিএমপির উত্তরা এলাকায় গাড়ী চুরি করতে গিয়ে হাতেনাতে ধৃত হয়। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে সূত্রে বর্ণিত মামলা রুজু হয়। মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে ঢাকার বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৭নং আদালতের বিচারক জনাব আহমেদ হুমায়ন কবির মহোদয় আসামীকে দোষী সাব্যস্থ করে গত ২৪/০১/২০২৩ ইং তারিখ সূত্রে বর্ণিত মামলায় ০২ (দুই) বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।