Posted on May 20, 2023 04:16:35 PM.
![]() |
গত ১৯/০৫/২০২৩ খ্রিঃ বাদি মোঃ সওকত বিন সাজ্জাদ (২৪), পিতাঃ নুরুল কাসেম, মাতা হাদিছা বেগম, জাতীয় পরিচয় পত্র নং: ৯৫৮৫১৭১৬০৭, ঠিকানা (স্থায়ী ও বর্তমান)- বুরুনিবর বাড়ি, গ্রাম-গুরুংডা, ইউনিয়ন কুতুবদিয়া, জেলা- কক্সবাজার, মোবাইল নং - ০১৮৬৮৯৭৬২৫১ সিএমপি, চকবাজার থানায় হাজির হয়ে একটি সাধারণ নিখোঁজ ডায়েরি করেন (যাহার নং-১২০৬) যে, তার বোন আয়েশা সিদ্দিকা জিশান (১৯) গত রোজ বুধবার, ১৭ মে, ২০২৩ খ্রিঃ, সকাল ০৭:০০ ঘটিকার সময় চকবাজার থানাধীন ১৭ নং, পশ্চিম বাকলিয়া (আংশিক) ইউনিয়ন/ওয়ার্ড এর ডিসি রোড পানি কলোনি এলাকা থেকে নিখোঁজ হয়েছে।