যেহেতু ৪৫ তম বি.সি.এস. পরীক্ষা- ২০২২ এর প্রিলিমিনারি পরীক্ষা (MCQ Type) আগামী ১৯ মে ২০২৩ খ্রি. সকাল ১০.০০ ঘটিকা হতে দুপুর ১২.০০ ঘটিকা পর্যন্ত নিম্নলিখিত কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে এবং উক্ত পরীক্ষা চলাকালীন কেন্দ্রসমূহে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা ও আইন-শৃঙ্খলা রক্ষা করা আবশ্যক।
সেহেতু The Chittagong Metropolitan Police Ordinance, 1978 এর ২৯, ৩০ ও ৩৩ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে আমি ফয়সল মাহমুদ, পিপিএম, পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম নিম্নোক্ত পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজ পরিধির মধ্যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পূর্ব হতে পরীক্ষা শেষে পরবর্তী এক ঘন্টা পর্যন্ত অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর প্রভৃতি বহন ও ব্যবহার, মিছিল, সভা-সমাবেশ অনুষ্ঠান, উচ্চস্বরে চিৎকার, হৈচৈ, গান-বাজনা, মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোন শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত ব্যক্তিবর্গের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করছি।
তবে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ও নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত ব্যক্তিবর্গ, এবং তদুপলক্ষ্যে সরকারি দায়িত্ব পালনরত কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ এ নিষেধাজ্ঞার বর্হিভূত থাকবে।
১৯ টি কেন্দ্রের নামঃ
১। সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম।
২। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, আইস ফ্যাক্টরী রোড, চট্টগ্রাম।
৩। ইসলামিয়া ডিগ্রি কলেজ, সদরঘাট রোড, চট্টগ্রাম।
৪। সরকারি কমার্স কলেজ, আগ্রাবাদ, চট্টগ্রাম।
৫। ওমরগণি এমইএস কলেজ, নাসিরাবাদ, চট্টগ্রাম।
৬। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, নাসিরাবাদ, চট্টগ্রাম।
৭। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, নাসিরাবাদ, চট্টগ্রাম।
৮। বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম।
৯। নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম।
১০। চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম।
১১। সরকারি হাজী মুহা. মহসিন কলেজ, চট্টগ্রাম।
১২। ডা: খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম।
১৩। কাজেম আলী স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম।
১৪। ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, নাসিরাবাদ, চট্টগ্রাম।
১৫। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম।
১৬। গভ: মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম।
১৭। চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ, চট্টগ্রাম।
১৮। সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম।
১৯। পাহাড়তলী কলেজ, চট্টগ্রাম।
পরীক্ষার তারিখ ও সময়ঃ ১৯/০৫/২০২৩ খ্রিঃ, শুক্রবার, সকাল ১০.০০ ঘটিকা হতে বেলা ১২.০০ ঘটিকা।