উপলব্ধির পরিবার বঞ্চিত শিশুদের মাঝে সিএমপি কমিশনার ও পুনাক, সিএমপি এর সভানেত্রীর ঈদ উপহার বিতরণ
Posted on Apr 16, 2023 12:03:49 PM.
উপলব্ধির পরিবার বঞ্চিত শিশুদের মাঝে মান্যবর সিএমপি কমিশনার ও পুনাক, সিএমপি এর সভানেত্রীর ঈদ উপহার বিতরণ।
১৫/০৪/২০২৩ খ্রিঃ চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজার এলাকায় অবস্থিত উপলব্ধি শিশু নিবাসের পরিবার বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন মান্যবর সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় এবং জনাব রীতা দাস, সভানেত্রী, পুনাক, সিএমপি মহোদয়।
এসময় মান্যবর পুলিশ কমিশনার মহোদয় বলেন, ওরা আমাকে বাপি ডাকে, তাই ওদের হাতে উপহার তুলে না দিয়ে ঈদ করি কীভাবে! আর এজন্যই নিজের সন্তানদের সাথে নিয়ে এসেছি পরিবারের বাইরে আরেকটি পরিবারের সাথে ঈদ-আনন্দ ভাগাভাগি করে নিতে।
সরকার অনুমোদিত সমাজসেবামূলক একটি অরাজনৈতিক মানবিক প্রতিষ্ঠান উপলব্ধি। হারিয়ে যাওয়া, স্বজনহীন, অসহায়, ঠিকানাবিহীন ভাসমান কন্যা শিশুদের নিয়ে কাজ করে থাকে এই প্রতিষ্ঠানটি।
শুধু লেখাপড়া নয়, এখানকার শিশুরা খেলাধুলা, নাচ, গান, চিত্রাংকন, আবৃত্তি, বিতর্ক বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।
ঈদ উপহার বিতরণের সময় সেখানে সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব আব্দুল ওয়ারীশ সপরিবারে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং উপলব্ধির সদস্য ও কর্মকর্তাবৃন্দ।