খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
Posted on Aug 25, 2024 11:31:56 AM.
রাঙামাটির কাপ্তাই বাঁধের পানি বিপৎসীমা অতিক্রম করায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে।
আজ রোববার সকাল ৮টায় ১৬টি জলকপাট একসঙ্গে খুলে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের।প্রকৌশলী আব্দুজ্জাহের বলেন, ‘উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি গত কয়েক দিন ধরে বৃদ্ধি পাচ্ছিল। গতকাল শনিবার রাতে লেকের পানি ১০৮ ফুট মিন সি লেভেল অতিক্রম করে। রোববার সকালে কাপ্তাই লেকের পানির লেভেল ১০৮.৩২ ফুট মিন সি লেভেল হওয়ায় অর্থাৎ বিপৎসীমার অতিক্রম করায় লেক ব্যবস্থাপনা কমিটির পরামর্শে আমরা সকাল ৮ টায় কাপ্তাই স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দিয়েছি। এতে প্রতি সেকেন্ডে ১৬টি গেট দিয়ে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হয়ে কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে।’
কাপ্তাই হ্রদে সর্বোচ্চ পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, কেন্দ্রের পাঁচটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ড আরও ৩৩ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে দৈনিক সর্বোচ্চ ২৩০ হতে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, যা জাতীয় গ্রিডে যোগ হয়। এদিকে আজ রোববার সকালে কপাবিকের ৫টি ইউনিট থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।