logo
   প্রচ্ছদ  -   জাতীয়

সেনাবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান
Posted on Jun 24, 2024 09:07:59 AM.

সেনাবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান

সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ রোববার তিনি এ দায়িত্ব নিয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে ১১ জুন সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ওয়াকার-উজ-জামানকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়। আজ থেকে আগামী তিন বছরের জন্য তিনি সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেলেন।

আইএসপিআর সূত্র জানায়, লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর ১৩তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুর এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এ ছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ‘মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ’ এবং যুক্তরাজ্যের কিংস কলেজ, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ‘মাস্টার্স অব আর্টস ইন ডিফেন্স স্টাডিজ’ ডিগ্রি অর্জন করেন।

সুদীর্ঘ ৩৯ বছরের বর্ণাঢ্য সামরিক জীবনে ওয়াকার-উজ-জামান বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং সাভার এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদরে সামরিক সচিব এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়েরর আর্মড ফোর্সেস ডিভিশনে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এরিয়া কমান্ডার সাভার এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) নবম পদাতিক ডিভিশন হিসেবে ওয়াকার-উজ-জামান টানা তিন বছর অত্যন্ত সফলভাবে বিজয় দিবস প্যারেড ২০১৪, ২০১৫ ও ২০১৬-এর প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন। বিরল এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ‘সেনাগৌরব পদক’ (এসজিপি)-এ ভূষিত হন।

স্টাফ হিসেবে ওয়াকার-উজ-জামান পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত একটি ব্রিগেড, স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস (এসআইঅ্যান্ডটি) এবং সেনাসদরে বিভিন্ন পদবি ও নিয়োগে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি প্রশিক্ষক হিসেবে জেসিও এনসিও একাডেমি (জেএনএ), স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অ্যান্ড ট্রেনিংয়ে (বিপসট) অত্যন্ত সুনামের সঙ্গে সব পদবির দেশি-বিদেশি সেনাসদস্যদের প্রশিক্ষণ দেন।

লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান জাতিসংঘের ব্যানারে মিলিটারি অবজারভার হিসেবে অ্যাঙ্গোলা এবং সিনিয়র অপারেশন অফিসার হিসেবে লাইবেরিয়াতে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনীতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি ‘অসামান্য সেবা পদক’ (ওএসপি)-এ ভূষিত হন। এ ছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি হিসেবে দেশ-বিদেশে উল্লেখযোগ্যসংখ্যক সেমিনার, সিম্পোজিয়াম ও কনফারেন্সে অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

তথ্যসূত্র: প্রথম আলো



  এই বিভাগ থেকে আরও সংবাদ

   নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
   গণভবন পরিদর্শনে তিন উপদেষ্টা
   পাকিস্তানের সঙ্গে ৭১-এর প্রশ্নটির সমাধান করতে চাই: উপদেষ্টা নাহিদ
   জানা গেল নতুন পররাষ্ট্র সচিবের নাম
   সেপ্টেম্বরেও বন্যার পূর্বাভাস, আসছে তাপপ্রবাহ
   প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন মাহফুজ আলম
   প্রভাবশালীরা নামে-বেনামে কত ঋণ আত্মসাৎ করেছে তার হিসাব হচ্ছে
   প্রধান উপদেষ্টাকে ইউএই প্রেসিডেন্টের অভিনন্দন
   গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে ৫ সদস্যের কমিশন গঠন
   আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান ড. ইউনূসের
   অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ পাঁচজন উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন
   ড. ইউনূসকে এরদোগানের ফোন
   সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করবে : ড. ইউনূস
   বন্যার্তদের জন্য ৩৩ হাজার পাউন্ড সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য
   হজের প্রাথমিক নিবন্ধন শুরু ১ সেপ্টেম্বর
   সাম্যবাদের কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ
   এ মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার বন্যা মোকাবিলা : প্রধান উপদেষ্টা
   খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
   ফেনীর বন্যার্তদের চিড়া-মুড়িতে কাটছে দিন
   গাজীপুরের টঙ্গীতে বিটিসিএলের গোডাউনে অগ্নিকান্ড
   জাতিসংঘের তদন্ত দল ঢাকায় আসছে বৃহস্পতিবার
   দেশ পুনর্গঠনে জাপান ও যুক্তরাজ্য সরকারের সহযোগিতা চেয়েছেন ড. ইউনূস
   সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস, হুঁশিয়ারি সংকেত
   ৫ দফার বাস্তবায়ন ছাড়া বিআইডব্লিউটিএ ছাড়বেন না উপদেষ্টা নাহিদ
   থানা-লুটের অস্ত্রে নিরাপত্তাঝুঁকি, সামনে এসেছে বিভিন্ন ধরনের ঘটনা
   ৯৮৮ উপজেলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ
   চিঠি দিয়ে ড. ইউনূসকে যে বার্তা দিলেন জাতিসংঘের মহাসচিব
   প্রত্যাহার হচ্ছেন সব ডিসি, স্থান পাচ্ছেন যারা
   নিহতদের পরিবার পাবে চাকরি, আহতরা সুবিধা
   ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ১৩ জেলায় সতর্কসংকেত


  পুরনো সংখ্যা