logo
   প্রচ্ছদ  -   অপরাধ

কর্ণফুলীতে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার আরও ৩
Posted on Jul 09, 2024 04:44:17 PM.

কর্ণফুলীতে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার আরও ৩

চট্টগ্রামের কর্ণফুলীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলার তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (৮ জুলাই) রাতে নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মো. সোলায়মান (২৩), মো. রাজু (২৪) এবং মো. নাজমুল প্রকাশ সাকমান (২০)। 

র‌্যাব জানায়, ভুক্তভোগী কিশোরী (১৮) কক্সবাজার জেলার পেকুয়া থানার বাসিন্দা। তিনি গত ১৮ জানুয়ারি চট্টগ্রাম নগরের কর্ণফুলী এলাকায় বড় ভাইয়ের বাসায় বেড়াতে পেকুয়া থেকে বাসযোগে মইজ্জ্যারটেক মোড় এলাকায় পৌঁছায়। সেখানে জনৈক মাহিন্দ্রা চালক মো. শওকতের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে, ভিকটিম গার্মেন্টসে চাকরি এবং বাসা ভাড়া নিয়ে থাকার জন্য মাহিন্দ্রা চালক মো. শওকতের কাছে সাহায্য চায়। শওকত ভিকটিমকে গার্মেন্টসে চাকরির আশ্বাস দিয়ে কর্ণফুলীর শিকলবাহা এলাকায় বাসা ভাড়া নেওয়ার জন্য বলে। পরে মাহিন্দ্রা চালক শওকত ও তার সহযোগীরা ভিকটিমকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে সন্ধ্যা ৬টার দিকে কর্ণফুলীর শিকলবাহা এলাকায় বাসা খোঁজাখুঁজি করে।
র‌্যাব আরও জানায়, এক পর্যায়ে, রাত সাড়ে ১০টার দিকে তারা বেল্লাপাড়া মোড়ে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থানরত ৭ জন দুষ্কৃতিকারী মাহিন্দ্রা চালক মো. শওকত এবং তার বান্ধবী বিলকিছ আক্তার ও বন্ধু ইমনকে মারধর করে। পরে জোরপূর্বক ভিকটিমকে অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় বিলকিছ আক্তার মইজ্জ্যারটেক মোড় এলাকায় গিয়ে পুলিশকে ঘটনার বিষয়ে জানালে পুলিশ অভিযান চালিয়ে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কর্ণফুলীর মহিউদ্দিন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছন থেকে আসামি মোহাম্মদ আকাশকে গ্রেপ্তার করে। এ সময় অসুস্থ অবস্থায় ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওসিসিতে (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) ভর্তি করা হয়। পরে এ ঘটনায় ভিকটিমের খালা বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন।
র‌্যাব-৭ এর সিনিয়র পরিচালক (মিয়িয়া) মো. শরীফ-উল-আলম বলেন, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর থেকে পলাতক আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত অব্যাহত থাকে। গোপন সূত্রে জানা যায়, ধর্ষণ মামলার এজাহারনামীয় ৩ নম্বর পলাতক আসামি মো. সোলায়মান কর্ণফুলীর শাহ্ আমানত টোল প্লাজা এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে, মইজ্জারটেক এলাকা থেকে রাজু ও নগরের কালামিয়া বাজার থেকে নাজমুলকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা জানায়, তারা মামলা দায়েরের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম জেলা এবং নগরের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।



  এই বিভাগ থেকে আরও সংবাদ

   পুলিশের খোয়া যাওয়া ৫৩৪ আগ্নেয়াস্ত্র উদ্ধার: পুলিশ
   চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযান।
   খুলশী থানার অভিযানে ০৫ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
   পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
   ৮টি সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
   ৪টি জিআর এবং ০১টি জিআর সাজা, ০১টি সিআরসহ মোট ০৬টি গ্রেফতারি পরোয়ানভুক্ত তিনজন পলাতক আসামি গ্রেফতার
   ৫টি সিআর সাজা ও ৩টি সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
   ১,৭০০ পিস ইয়াবাসহ দুইজন মাদকব্যবসায়ী গ্রেফতার
   দুই হাজার তিনশত পিস ইয়াবাসহ দুইজন মাদকব্যবসায়ী গ্রেফতার
   অর্থদণ্ডপ্রাপ্ত জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
   ইপিজেড থানা পুলিশ কর্তৃক সংঘবদ্ধ চাঁদাবাজচক্রের দুই সদস্য গ্রেফতার
   সিএমপি বাকলিয়া থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
   ডাকাতি সংঘটনের ১২ ঘণ্টার মধ্যে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ২ জন ডাকাত গ্রেফতার
   কোতোয়ালী থানার অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় আটক ০৭ জন
   কর্ণফুলী থানা পুলিশ কর্তৃক ১৯২ লিটার চোলাইমদসহ সিএনজি আটক, ২ জন গ্রেফতার
   সিএমপি কোতোয়ালী থানার অভিযানে জাল টাকার নোটসহ আটক ০১ জন
   ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে গ্রেফতার ০৬ জন
   পাহাড়তলী থানা অভিযানে ছিনতাইকৃত পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার নয়শত টাকা উদ্ধার, আটক ০৪ জন
   চট্টগ্রামে ভুয়া ডিবি পুলিশ আটক, ছিনতাইকৃত মালামাল উদ্ধার
   ৫৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক ০৪ জনবায়েজিদ বোস্তামী থানায়
   কোতোয়ালি থানার অভিযানে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে ০৪ জন গ্রেফতার
   কোতোয়ালি থানার অভিযানে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে টিপছোরাসহ গ্রেফতার ০৬ জন
   সিএমপি হালিশহর থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
   সিএমপি কোতোয়ালি থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।
   র‍্যাবের জালে প্রতারক চক্রের ১৪ সদস্য, ২৭ ভিকটিম উদ্ধার


  পুরনো সংখ্যা