Posted on May 31, 2024 11:49:37 PM.
সিএমপির বাকলিয়া থানার অভিযানে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ১২,৫০,২০০/- অর্থদণ্ডপ্রাপ্ত ০৫টি সিআর সাজা ও ৩টি সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার।আজ ৩১/০৫/২৪ খ্রি. বাকলিয়া থানার এসআই মোঃ আব্দুল কাদের সঙ্গীয় অফিসার এএসআই রুহুল আমিনের সহায়তায় ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ টাকা অর্থাৎ ১২,৫০,২০০/- (বারো লক্ষ পঞ্চাশ হাজার দুইশত টাকা) অর্থদণ্ডপ্রাপ্ত সিআর- ৩৬৬/২০২০, ২৭৮/১৫, ১২৯০/২১, ২২৫/২১, ২২৬/২১, ৭৫/২২, ১২৮/২১, ১৪৯/২১ সংক্রান্তে বিজ্ঞ আদালত কর্তৃক প্রদত্ত সিআর সাজা ও সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সাইফুল আলম (জজ)-কে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করেন।