১,৭০০ পিস ইয়াবাসহ দুইজন মাদকব্যবসায়ী গ্রেফতার
Posted on May 31, 2024 11:47:41 PM.
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে ১,৭০০ পিস ইয়াবাসহ দুইজন মাদকব্যবসায়ী গ্রেফতার।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের তত্ত্বাবধানে, অতি. উপ-পুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন ও সহকারী পুলিশ কমিশনার মোঃ মোস্তফা কামালের সার্বিক দিক-নির্দেশনায় মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের বিশেষ টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১/০৫/২৪ খ্রি. (৩০ মে দিবাগত) রাত ০০.৩০ ঘটিকার সময় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন পুরাতন চান্দগাঁও থানা সংলগ্ন রিগ্যাল ফার্নিচার নামীয় শো-রুমের সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি ১) মোহাম্মদ হাবিব উল্লাহ (২৯) ও ২) মোঃ ওয়াহিদুল ইসলাম (২৬)-দ্বয়কে ১,৭০০ (এক হাজার সাতশত) পিস ইয়াবাসহ আটক করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে চান্দগাঁও থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।