Posted on May 20, 2024 12:59:09 PM.
সিএমপির বাকলিয়া থানার অভিযানে ০৩ বছর ১ মাস সশ্রম কারাদণ্ড ও ১০,০০০/- অর্থদণ্ডপ্রাপ্ত জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার। গত ১৯/০৫/২৪ খ্রি. বাকলিয়া থানার এসআই (নি.) আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় জিআর- ০৬/১৫, টিআর- ৬৬৯/১৫, বাকলিয়া ৬(১)১৫, ধারা- ৩৯২ পেনাল কোড সংক্রান্তে বিজ্ঞ আদালত কর্তৃক ০৩ (তিন) বছর ১ মাস সশ্রম কারাদণ্ড ও ১০,০০০/= (দশ হাজার) টাকা অর্থদণ্ডপ্রাপ্ত জিআর সাজা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মুসা খান @ মানিক খানকে গ্রেফতার করেন।