Posted on May 18, 2024 11:08:16 AM.
ইপিজেড থানা এলাকার একজন নৃত্যশিল্পী মোঃ ইসকান্দর মিয়া (২৫) নিজের পেশাগত বিষয়ে চাঁদাবাজি ও মারধরের শিকার হয়ে ইপিজেড থানায় অভিযোগ করলে থানার এসআই (নি.) শেখ তরিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম গত ১৬/০৫/২৪ খ্রি. রাতে ২ নং মাইলের মাথা এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজ ১) মোঃ রাকিবুল আলম (২৪) ও ২) মোঃ রাকিবুর হাসান (১৯)-কে গ্রেফতার করে এবং তাদের হেফাজত থেকে ১। ২টি অ্যান্ড্রয়েড মোবাইল, ২। ১টি ফিচার ফোন ও ৩। নগদ ৩,৫০০/- (তিন হাজার পাঁচশত) টাকা উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে জব্দ করেন।