Posted on Feb 23, 2022 10:58:30 AM.
![]() |
রাত পৌনে ১টার দিকে একটি বিয়ের অনুষ্ঠান শেষে কুমিল্লা
থেকে মনোহরগঞ্জ যাওয়ার পথে নরহগ্রামের মোল্লার টেকে পুকুরে পড়ে যায়
প্রাইভেটকারটি। শাহরাস্তি মডেল থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,
রাত পৌনে ১টার দিকে কুমিল্লা থেকে মনোহরগঞ্জ যাওয়ার পথে একটি প্রাইভেটকার
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি
টিম ঘটনাস্থলে গিয়ে পাঁচ জনের মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শিরা জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে
ছুটে যায় তারা। গাড়িটি পানিতে পড়ায় ভেতরে থাকা কেউ বের হতে পারেনি। গাড়ির
কাঁচ ভেঙে তাদের উদ্ধার করা হলেও কাউকে বাঁচানো যায়নি।
দুর্ঘটনায় নিহতরা হলেন কুমিল্লার মনোহরগঞ্জের রামদেবপুর
গ্রামের শাহপরান তুষার, নরপাইয়া গ্রামের শাকিল, চাঁপা কেশতলা গ্রামের
রেজাউল করিম, যশোরের ধান্যখোলা গ্রামের নয়ন ও গাজীপুর সদরের উত্তর
খাইলকুরের সাগর হোসেন।