Posted on Jan 04, 2022 05:40:47 PM.
![]() |
এর আগে মেঘনা উপজেলার কাঁঠালিয়া নদীতে
ট্রলার ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১ শিশু নিখোঁজ
ছিল। দুর্ঘটনায় পরিবারের আরও সাতজন আহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহতরা হলেন,
জেলার তিতাস উপজেলার রায়পুর গ্রামের আব্দুল মতিন মিয়ার স্ত্রী জুলেখা
আক্তার (৫৫), মেয়ের ঘরের নাতনি আয়েশা আক্তার (১২), মরিয়ম আক্তার (৭) ও
তামান্না আক্তার (১০)। নিহতরা সবাই ঢাকার ডেমরা থানার সুকশি
এলাকায় বসবাস করেন। মামার বাড়ি তিতাস উপজেলার মোহনপুর গ্রামে যাওয়ার পথে এ
দুর্ঘটনার শিকার হন তারা।
তিনি জানান, সোমবার ঘটনার সময় তিনজনের লাশ
উদ্ধার করা হয় এবং আরেক শিশু নিখোঁজ ছিল। পরে চাঁদপুর থেকে আসা একটি
ডুবুরি দল সোমবার বিকাল ৪টা থেকে অভিযান শুরু করে। তবে প্রবল স্রোত, তীব্র
ঠান্ডা ও ব্যাপক কচুরিপানার কারণে রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযান বন্ধ
করা হয়। মঙ্গলবার সকালে আবারো উদ্ধার অভিযান শুরু হয়। ১২টার দিকে
ঘটনাস্থলের পাশ থেকে শিশু তামান্নার লাশ উদ্ধার করা হয়।