Posted on Nov 05, 2021 02:55:47 PM.
হবিগঞ্জের চুনারুঘাটের নরপতি গ্রাম থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন— আব্দুর রউফ ও তার স্ত্রী আলেয়া আক্তার। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টা বাজলেও আব্দুর রউফ দম্পতি ঘরের দরজা না খোলায় সন্দেহ হয়। তখন একজন ঘরে ঢুকে দেখেন স্বামী-স্ত্রীর মরদেহ রশিতে ঝুলে আছে। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠায়। চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।