আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম কর্তৃক রোহিঙ্গাদের জন্য কম্বল প্রেরণ
Posted on Jan 07, 2021 10:27:29 AM.
আঞ্জুমান মুফিদুল ইসলামের সেবা মূলক কাজের মধ্যে একটি হচ্ছে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ।
কেন্দ্রীয় আঞ্জুমান মুফিদুল ইসলাম থেকে প্রাপ্ত ৩,০০০/-টি কম্বল আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম এর সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর পিপিএম মহোদয় অদ্য ০৬/০২/২০২১ খ্রিঃ ১২.০০ ঘটিকায় চট্টগ্রাম হতে কক্সবাজারস্থ শীতার্ত রোহিঙ্গাদের মাঝে কম্বল বিতরণের জন্য প্রেরণ করেন।
সভাপতি মহোদয় উক্ত কম্বল প্রাপ্তিতে কেন্দ্রীয় আঞ্জুমান মুফিদুল ইসলাম কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শীতার্তদের মাঝে আরো বেশি করে শীত বস্ত্র দান করার জন্য সমাজের বিত্তবানদের অনুরোধ জানান।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আমির জাফর, সিনিয়র সহ সভাপতি ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক , সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, নির্বাহী সদস্য ও আজীবন সদস্য ফজলে এলাহী টিপু, সহকারী পরিচালক মোঃ সেলিম নাসের।