কভার ব্যবহারে সেলফোনের যেসব ক্ষতি হতে পারে
Posted on May 22, 2023 12:51:55 PM.
স্মার্টফোনের সুরক্ষায় অনেকেই কভার ব্যবহার করে থাকে। হাত থেকে পড়ে গেলে এসব কভার ডিভাইসের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সেলফোনের সৌন্দর্যও বাড়ানোর জন্যও কভার ব্যবহার করে থাকে। তবে বিশেষজ্ঞদের মতে সুরক্ষার পাশাপাশি এসব কভার ডিভাইসের ক্ষতিও করে থাকে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, কভার ব্যবহার ডিভাইসের উপকার করার তুলনায় ক্ষতিই বেশি করে। প্রথমত অনেকেই কম দামি কভার ব্যবহার করে। মান ভালো না হওয়ায় এগুলোয় সহজেই ব্যাকটেরিয়া বাসা বাধে, যা ব্যবহারকারীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
কভার ব্যবহারের কারণে সেলফোন দ্রুত গরম হয়ে যায়। কেননা এর কারণে তাপ সহজে বের হতে পারে না। অনেক সময় অত্যধিক তাপের কারণে ডিভাইস হ্যাং হয়ে যায়। তাই ডিভাইসের সুরক্ষায় তাপমাত্রা বাড়লে দ্রুত কভার খুলে ফেলতে হবে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ফোনে কভার থাকার কারণে ফোন দ্রুত গরম হয়। ফলে চার্জও ধীরে হয়। এমনকি কিছু সময়ের পর ফোনটি কাজ করাও বন্ধ করে দেয়, যা দীর্ঘমেয়াদে ব্যাটারির ওপর ক্ষতিকর প্রভাব ফেলে।তথ্যসূত্র: বনিকবার্তা