logo
   প্রচ্ছদ  -   লাইফ স্টাইল

মোবাইল মাথার কাছে রেখে ঘুমানো কতটা ঝুঁকিপূর্ণ?
Posted on May 20, 2023 12:46:23 PM.

মোবাইল মাথার কাছে রেখে ঘুমানো কতটা ঝুঁকিপূর্ণ?

জরুরি এসএমএস, ফেসবুক বা ম্যাসেঞ্জার মেসেজ, ফোন কল আসার যতই সম্ভাবনা থাকুক না কেন দিনে, রাতে যখনই ঘুমোতে যাবেন, মোবাইলটা হয় বিছানা থেকে বেশ কিছুটা দূরে রাখবেন বা সেটা বন্ধ করে রাখবেন।

চালু মোবাইলের ওয়াইফাই বিকিরণ ভয়ঙ্কর ক্ষতি করে দেবে আমাদের।

উত্তর জাটল্যান্ডের নবম শ্রেণির একদল ছাত্রছাত্রী বিভিন্ন রকমের শাকের বীজ নিয়ে পরীক্ষানিরীক্ষা করে দেখেছে, চালু মোবাইলের ওয়াইফাই বিকিরণ প্রাণের পক্ষে চরম ক্ষতিকারক। তা মৃত্যুও ডেকে আনতে পারে। পরীক্ষার ফলাফলে যথেষ্টই উৎসাহিত ইংল্যান্ড, হল্যান্ড ও সুইডেনের গবেষকরা।

এ ব্যাপারে আরও গবেষণা চালাতে চেয়েছেন স্টকহলমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের বিশিষ্ট গবেষক ওলে জোহানসন। তিনি বেলজিয়ান অধ্যাপক মারি-ক্লেয়ার কামার্তকে সঙ্গে নিয়ে পরীক্ষাটা আবার করতে চেয়েছেন।

পরীক্ষাটা যারা চালিয়েছে সেই ছাত্রছাত্রীদের অন্যতম লি নিয়েলসন জানিয়েছেন, ৪০০ রকমের শাকের বীজের ওপর তাঁরা পরীক্ষাটা চালিয়েছেন। দু’টি আলাদা ঘরে একই তাপমাত্রায় ৬টি ট্রেতে ওই শাকের বীজগুলিকে রাখা হয়েছিল। ১২ দিন ধরে ওই দু’টি ঘরে রাখা শাকের বীজগুলিকে সম পরিমাণ জল আর সূর্যালোক দেওয়া হয়েছিল তাদের বেড়ে ওঠার জন্য। তাদের মধ্যে শাকের বীজ রাখা রয়েছে এমন ৬টি ট্রে’কে রাখা হয়েছিল দু’টি ওয়াইফাই রাউটারের কাছাকাছি।

সাধারণ মোবাইল ফোন থেকে যতটা বিকিরণ আসে, ওই ওয়াইফাই রাউটারগুলি থেকে বিকিরণ আসে ততটাই। ১২ দিন পর দেখা গেল, ওয়াইফাই রাউটারের কাছে রাখা শাকের বীজগুলি মোটেই বাড়েনি। তাদের বেশির ভাগই হয় শুকিয়ে গিয়েছে বা মরে গিয়েছে। আর যে শাকের বীজ ভরা ট্রে’গুলির ধারে কাছে কোনও ওয়াইফাই রাউটার ছিল না, সেগুলি খুব সুন্দর ভাবে বেড়ে উঠেছে জল আর সূর্যালোক পেয়ে।

 নবম শ্রেণির যে ছাত্রছাত্রীরা পরীক্ষাটা চালিয়েছে, তাদের আর এক জন ম্যাথিল্ডে নিয়েলসন বলেছেন, ‘‘এটাই প্রমাণ করেছে, ওয়াইফাই বা মোবাইলের বিকিরণ প্রাণের পক্ষে কতটা বিপজ্জনক। তাই আমাদের পরামর্শ, ঘুমোতে যাওয়ার সময় হয় মোবাইল ফোনটা দূরে রাখুন বা বিছানায় রাখতে হলে সেটাকে বন্ধ করে রাখুন। না হলে তা মস্তিষ্ক বা শরীরের পক্ষে খুব বিপজ্জনক হতে পারে।’’



  এই বিভাগ থেকে আরও সংবাদ

   স্বাস্থ্যকর খাবার টোফু, তৈরি করবেন কীভাবে?
   তালশাঁস কেন খাবেন?
   দাঁড়িয়ে পানি পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
   খালি পেটে পেঁপে খেলে দূর হবে কোষ্ঠকাঠিন্যসহ যেসব রোগ
   চোখ লিভার ও কিডনিকে ভালো রাখে ঝিঙা
   কভার ব্যবহারে সেলফোনের যেসব ক্ষতি হতে পারে
   ৫ খাবারে জব্দ হবে কোলেস্টেরল, সুস্থ থাকবে হৃদ্‌যন্ত্র
   কানে পানি ঢুকেছে? সহজেই বের করে ফেলতে পারবেন এই উপায়ে
   গুগল থেকে ১০ কোটি ডলার পাবে নিউইয়র্ক টাইমস
   গোসলের পরপরই যে ৪ কাজ করা হতে পারে বিপজ্জনক
   জিমের দরকার নেই, ভুঁড়ি কমাতে ৫ ঘরোয়া টোটকাই ভরসা
   ভালো তরমুজ কীভাবে চিনবেন
   সারা দিন ফ্রিজ চলছে? কোন ৩টি টোটকায় কমবে বিদ্যুত বিল?
   ডায়াবেটিসে ভুগছেন? চায়ে কী মিশিয়ে খেলে সমস্যা কমতে পারে?
   ঈদে সুস্থ থাকতে যা খাবেন, যা খাবেন না
   ডায়াবেটিসে ভুগছেন? চায়ে কী মিশিয়ে খেলে সমস্যা কমতে পারে?
   গরমে তরমুজ খাচ্ছেন, কিন্তু বীজ ফেলে দিচ্ছেন? জানেন তার উপকারিতা?
   ঈদের আগে ফ্রিজ পরিষ্কার রাখুন
   গরমে যে অভ্যাসগুলো অবশ্যই ত্যাগ করা উচিৎ
   গরমে ঘর ঠাণ্ডা রাখবেন যেভাবে
   ইফতার-সেহরিতে কী খাবেন, যা খাবেন না
   গরমে অত্যন্ত উপকারি বেলের শরবত
   সেহরির বেঁচে যাওয়া ভাত দিয়ে ইফতারে বানিয়ে ফেলুন ফ্রায়েড রাইস
   জেনে নিন স্ট্রোকের অস্বাভাবিক লক্ষণগুলো
   ইফতারে সঙ্গী হোক ৩ পানীয়
   হজমের গোলমাল? কোন ৩ টোটকায় মিলবে রেহাই?
   মায়ের খাবার প্রভাবিত করে অনাগত সন্তানের মস্তিষ্ককে
   ঘরে ডায়াবেটিস মাপতে গ্লুকোমিটারের সঠিক ব্যবহার জানুন
   রক্তে জমা খারাপ কোলেস্টেরল দূর করে আমলকি, বলছে গবেষণা
   কিডনির পাথর দূর করার ঘরোয়া ৫ উপায়


  পুরনো সংখ্যা