ডায়াবেটিসে ভুগছেন? চায়ে কী মিশিয়ে খেলে সমস্যা কমতে পারে?
Posted on Apr 19, 2023 12:51:29 PM.
চিকিৎসকদের মতে, বিশেষ পদ্ধতিতে চা তৈরি করলে শুধু ডায়াবেটিস নয়, রক্তে কোলেস্টেরল এবং অন্যান্য খনিজের ভারসাম্যও রক্ষা করে।
রক্তে শর্করার মাত্রা একবার বেড়ে গেলে, তা নিয়ন্ত্রণে আনা বেশ কষ্টসাধ্য বিষয়। জীবনযাপনে পরিবর্তন আনার পাশাপাশি বদল আনতে হয় খাওয়ার অভ্যাসেও। অনেকেই আবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দু’বেলা খাবার খাওয়ার আগে নিয়ম করে ‘ইনসুলিন’ও নেন। শরীরচর্চা করার পরামর্শও দেন চিকিৎসকেরা। তবে হালের গবেষণা বলছে, ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখতে সবচেয়ে কার্যকর একটি মশলা হল দারচিনি।
বিভিন্ন দেশের গবেষণায় প্রমাণিত হয়েছে শরীরে ইনসুলিন হরমোনের ভারসাম্য রক্ষা করতে দারচিনির ভূমিকা রয়েছে। ‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফুড সায়েন্সেস’-এর তথ্য বলছে, রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে, প্রতি দিন ৩ থেকে ৬ গ্রাম দারচিনি গুঁড়ো খাবারের তালিকায় রাখা যেতেই পারে। সমীক্ষায় দেখা গিয়েছে, কোনও রকম ওষুধ ছাড়াই আশ্চর্যজনক ভাবে এই মশলাটি ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে।