প্রশিক্ষণে সেরাদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেন স্বরাষ্টমন্ত্রী। পরে, প্রধানমন্ত্রী করোনা মোকাবিলায় পুলিশের ভূমিকার প্রশংসা করে নবীন কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন।
যুবসমাজ যাতে বিপথগামী না হয় সেজন্য কাজ করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যাতে কেউ গুজব ছড়াতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে। জঙ্গিবাদ ও মাদক দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
এসময় পুলিশের উন্নয়নে তার সরকারের নেয়া নানা কর্মকাণ্ড তুলে ধরেন সরকার প্রধান শেখ হাসিনা।