মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের অভিযানঃ সিএনজি চুরির অভিযোগে ০২(দুই) জন গ্রেফতার
Posted on Jan 12, 2021 11:08:53 AM.
গত ০২/১১/২০২০ ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় আকবরশাহ্ থানাধীন ইস্পাহানী সি গেইট ইস্পাহানী মির্জা আহম্মদ স্কুলের সামনের মসজিদের গেইটের সিএনজি চালক মোঃ আব্দুল খালেক(৪৫) সিএনজিটি মসজিদের সামনে রেখে মাগরিবের নামাজ পড়তে মসজিদে প্রবেশ করার সুযোগে অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায় এবং পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে ৮০,০০০/- টাকা দাবি করলে চালক মোঃ আব্দুল খালেক তাদেরকে ২০,০০০ টাকা প্রদান করে।
অজ্ঞাতনামা আসামীরা ২০,০০০/- টাকা পাওয়ার পর সিএনজিটি ফেরত দেয়। উক্ত বিষয়ে আকবরশাহ্ থানার মামলা নং-১৩, তারিখ ১২/১১/২০২০ খ্রিঃ ধারা-১৭৯/৪১১/ ৩৮৫/৩৮৬/৩৪ দঃ বিঃ রুজু হয়।
পরবর্তীতে মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের অভিযানে ইং ১১/০১/২০২১ তারিখ দুপুর ১৩.০০ ঘটিকার সময় ডবলমুরিং মডেল থানাধীন ঈদগাঁ কাঁচা রাস্তার মোড় হতে ঘটনার সহিত জড়িত ১। মোঃ রফিকুল ইসলাম (৪৫) ২। মোঃ মাঈন উদ্দিন @ মনির (৪২)’দ্বয়কে ৩০০(তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
অভিযুক্ত মোঃ রফিকুল ইসলাম ও মোঃ মাঈন উদ্দিন @ মনির সিএনজি চোরাই চক্রের সক্রিয় সদস্য। তারা চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন সিএনজি স্ট্যান্ডের পার্শ্বে ঘুরে ঘুরে লক্ষ্য করে কোন সিএনজির ড্রাইভার সিএনজি রেখে নাস্তা অথবা চা খাওয়ার জন্য দূরে কোথাও গেলে কৌশলে রফিক তাহার সিএনজি টি চুরি করে নিয়ে যায়। সিএনজির গায়ে থাকা মালিকের নাম্বারের পরবর্তীতে ফোন করে সিএনজিটি ফেরত দেওয়ার শর্তে ৪০,০০০/- টাকা হইতে ৮০,০০০/- টাকা দাবি করে। সিএনজির ধরণ অনুযায়ী মালিক টাকা প্রদান করলে সিএনজিটি দুরে কোথাও রেখে মালিককে জানিয়ে দেয়।
গ্রেফতারকৃত মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ০৫ টি মামলা এবং মোঃ মাঈন উদ্দিন @ মনির এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় ০৩ টি মামলা রয়েছে।