Posted on Oct 17, 2020 12:00:00 AM.
![]() |
উদ্ধার করা হয়েছে আমদানিকৃত
প্রায় দেড় কোটি টাকার গার্মেন্টস পণ্য। গত আগস্ট মাসে চট্টগ্রাম
মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় ঢাকার আশুলিয়ার ARK এন্টারপ্রাইজের
এমডি জনাব নাসির উদ্দিন সিকদার কর্তৃক রুজুকৃত একটি মামলার তদন্তকালে
আমদানিকৃত গার্মেন্টস পণ্য সামগ্রী খালাস করে প্রতারণাপূর্বক চুরি ও বিক্রি
করে দেয়ার অপরাধে তাকে গতকাল গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়। তার
বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চর মোহাম্মদপুর গ্রামে। আমদানি
রপ্তানি সংক্রান্ত কার্যক্রম এর সাথে সম্পর্কিত ব্যাংকিং ও বিভিন্ন সরকারি
কাগজপত্রের নকল ও জালিয়াতি করে প্রতারণাপূর্বক বিপুল পরিমাণ আর্থিক
সুবিধা ভোগ করে অসংখ্য ব্যবসায়ীকে নিঃস্ব করেছে বহুরূপী প্রতারক বাবর ।
কখনো
বাবর, কখনো জামান, কখনো শওকত আকবর, আবার কখনো বা ফারুক নামে বিভিন্ন
ব্যাংকের এলসি জালিয়াতি ও প্রতারণা থেকে শুরু করে গার্মেন্টস পণ্য চুরি ও
সন্ত্রাসী কার্যক্রমের অপরাধে নগরীর কোতোয়ালী,বন্দর,ডবলমুরিং থানা সহ
দেশের বিভিন্ন থানা ও কোর্টে তার বিরুদ্ধে প্রায় অর্ধশতাধিক মামলা রয়েছে।
তার প্রতারণার শিকার ভুক্তভোগী গন কে মহানগর গোয়েন্দা বন্দর বিভাগের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে ।