সালমানের গোপন তথ্য ফাঁস করলেন শাহরুখ
Posted on Jun 27, 2022 11:09:31 AM.
শাহরুখ খান জানান, সালমানের টাইগার ৩-তে তিনি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন। এ পর্যন্ত ঠিকঠাকই ছিল, কিন্তু কথা বলতে বলতে ভুলবশত সালমানকে নিয়ে ফাঁস করে ফেললেন গোপন কথা। বলার পরই বিষয়টি নিয়ে অপ্রস্তুত হয়ে পড়েন তিনি।
তিনি বলেন, সালমান খানের সঙ্গে কাজের নয়, ভালোবাসা, খুশি, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের অভিজ্ঞতা। যখনই তার সঙ্গে কাজ করেছি, সেটি আনন্দের হয়ে উঠেছে। কারণ অর্জুন ছাড়া তার সঙ্গে আমি কোনো পূর্ণাঙ্গ ছবি করিনি।
তিনি আরও বলেন, গত দুই বছর দারুণ ছিল। কারণ আমি সালমানের ‘টিউবলাইট’-এ কাজ করেছি। আবার সে (সালমান) আমার ‘জিরো’ ছবির একটা গানে ছিল। আর সে এখন ‘পাঠান’-এ আছে।
এ কথা বলেই থেমে যান শাহরুখ। তিনি বলেন, জানি না এটি হয়তো গোপন রাখার কথা ছিল। ইনশাল্লাহ, আমি টাইগারে থাকতে চাই।
প্রসঙ্গত, পাঠান ছবিতে রোমান্টিক লুকের বদলে ভিন্ন লুকে ধরা দিয়েছেন কিং খান। যশরাজ ফিল্মসের ব্যানারে শাহরুখের এ ছবি মুক্তি পাচ্ছে ২০২৩ সালের ২৫ জানুয়ারি। হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘পাঠান’।