ইরানি নির্মাতার সিনেমায় জয়া
Posted on Apr 05, 2022 01:11:53 PM.
বাংলাদেশের পাশাপাশি ভারতীয় নির্মাতাদের সিনেমায় নিয়মিত অভিনয় করেন জয়া আহসান। বলা যায়, দেশের চেয়ে ভারতের সিনেমার কাজেই তিনি বেশি ব্যস্ত। এবার তিনি অভিনয় করছেন ইরানি চিত্রপরিচালকের সিনেমায়।
অনন্ত জলিলেন ‘দিন-দ্য ডে’ সিনেমার পরিচালক ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমই জয়ার নতুন সিনেমার পরিচালক। এ পরিচালক সম্প্রতি ঢাকায় নতুন আরেকটি সিনেমার কাজ শুরু করেছেন। জমজমসহ আরও চারজন ইরানি কুশলী গত মার্চ থেকে বাংলাদেশে অবস্থান করছেন। শুটিংয়ের আগে চষে বেড়িয়েছেন ঢাকার বিভিন্ন স্থান। তাদের সঙ্গে এ সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেত্রী জয়া আহসান। তার সঙ্গে আরও আছেন রিকিতা নন্দিনী শিমু। অতাশ জমজমের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিতব্য এ সিনেমার নাম ‘ফেরেশতে’। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ছবিটির নাম ‘সিএনজি’ হিসাবে অনুমতি নেওয়া হয়েছে।
এতে অতাশ জমজমের সঙ্গে কাজ করছেন ইরানি অভিনয়শিল্পী বৈরাম ফজলি, মোখতারি, মোবারেখ, আতিয়া পিরালি ও কাভস। এরইমধ্যে এ সিনেমার শুটিংও শুরু হয়েছে। চলতি সপ্তাহে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন সোলমাইদের কুয়েতি মসজিদের পাশে অবস্থিত ড্রিমল্যান্ড ঢাকা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এলাকায় শুটিং করেছে ইউনিট। জয়াও শুটিংয়ে অংশ নিয়েছেন বলে জানা গেছে। তবে এখনই তিনি এ সিনেমা প্রসঙ্গে বিস্তারিত কিছু জানাতে চাননি। শুধু বলেছেন, ‘দারুণ গল্পের একটি প্রজেক্ট। সময় হলেই বিস্তারিত জানাব।’