ঢাকাই সিনেমার পোস্টারবয় শাকিব খান। এ মুহূর্তে দেশসেরা নায়ক বলা হয় তাকে। গত ছয় মাস ধরে দেশে নেই। অবস্থান করছেন আমেরিকায় তবুও নাম্বার ওয়ানের তালিকায় তার নাম। আজ এ নায়কের জন্মদিন।
দিনটি উদযাপন, আমেরিকার দিনযাপন ও ঢাকাই সিনেমার বর্তমান অবস্থা প্রসঙ্গে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।
* বিশেষ দিনে আমেরিকায়। পরিবারও কাছে নেই। কীভাবে জন্মদিন উদযাপন করবেন?
** আমেরিকায় আমি একটি বিশেষ কাজে অবস্থান করছি। কেন করছি সেটা ইতোমধ্যে সবাই জানেন। দেশে থাকলে হয়তো জন্মদিন নিয়ে কোনো আয়োজন থাকত। করোনার জন্য গত দুবছর জন্মদিন পালন করতে পারিনি। ঘরেই কেটেছিল সময়। এবার আমেরিকায়। এখানেও অবশ্য আয়োজন আছে। তবে জন্মদিনে ছেলেকে খুব মিস করব।
* দেশে আসবেন কবে?
** চলতি মাসের শেষ সপ্তাহেই আসার কথা ছিল। কিন্তু সেটা পরিবর্তন করতে হয়েছে। শিগ্গির হয়তো ফিরব।
* আমেরিকায় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। সেখানেই কি স্থায়ী হচ্ছেন?
** ২০২০ সালে করোনাভাইরাস শুরুর আগেই নাগরিকত্বের জন্য আবেদন করেছিলাম। কিন্তু কোভিডের জন্য বিষয়টি আর এগোয়নি। এবার যুক্তরাষ্ট্রে অন্য কাজে আসার পর আমার আইনজীবী বললেন, বিষয়টি নিয়ে এবার নতুন করে এগোনো যায়। আমিও সিদ্ধান্ত নিলাম। গ্রিন কার্ড পেলেও এখানে আমার স্থায়ীভাবে বসবাস করার কোনো ইচ্ছা নেই। আমার ঠিকানা কিন্তু বাংলাদেশ। বাংলাদেশই আমাকে শাকিব খান বানিয়েছে। তাই নিজের মাতৃভূমিতেই কাজ করতে চাই আমৃত্যু।
* আজ তো নতুন সিনেমার ঘোষণা দেওয়ার কথা...
** নামও ঠিক করেছি। ‘নায়িকা’। বড় আয়োজনেই এটির মহরত অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি পরিবার, দেশ ও সমাজের নানা চিত্র নিয়ে ছবির গল্প গড়ে উঠেছে। এটা বলা যায় আমার জন্মদিনের উপহার।
* আমেরিকায় বঙ্গ সম্মেলনে শুভেচ্ছাদূতও হয়েছেন। এটা নিশ্চয়ই আপনার জন্য সম্মানের...
** শুধু আমি কেন, এটা দেশের জন্যও গর্বের। এর আগে কলকাতা থেকেই এর শুভেচ্ছাদূত নির্বাচিত হতো। এবার বাংলাদেশি হিসাবে আমাকেই শুভেচ্ছাদূত হিসাবে নির্বাচন করা হয়েছে। আমেরিকায় বাংলা ভাষাভাষীদের সবচেয়ে বড় উৎসব ‘বঙ্গ সম্মেলন’। আয়োজনটিতে আমাকে যুক্ত করার জন্য কর্তৃপক্ষকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমেরিকার লাস ভেগাসে ১ জুলাই থেকে ৩ জুলাই পর্যন্ত চলবে উৎসবের এ মহা-আয়োজন।
* দেশে ফিরে কোন কাজ শুরু করবেন?
** অনেকেই সিনেমার প্রস্তাব দিয়েছেন। সেগুলো তো অবশ্যই যাচাই-বাছাই করব। তবে আমার প্রযোজনায় ‘প্রিয়তমা’ সিনেমার কাজও শুরু করার ইচ্ছা আছে।
* কলকাতার সিনেমার খবর কী?
** এরই মধ্যে কয়েকটি ছবির ব্যাপারে সেখানকার প্রযোজনা সংস্থা যোগাযোগ করেছে। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেইনি। দেশে এসে তারপর কলকাতায় যাব। আলোচনাসাপেক্ষে চূড়ান্ত করব।
* আপনার চলচ্চিত্র প্রযোজক সমিতির সদস্যপদ বাতিল করার খবর রটেছিল। বিষয়টি আসলে কী?
** এটা আসলে গুজব। আমি আমেরিকায় থাকার কারণে কিছু বকেয়া হয়তো বাকি ছিল। সেগুলোও এরই মধ্যে পরিশোধ করে দেওয়া হয়েছে। কেউ কেউ এটাকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন। এর বেশি কিছু নয়।
* ঈদে আপনার অভিনীত ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ নামে দুটি সিনেমা মুক্তির তালিকায় রয়েছে। এ নিয়ে আপনার মন্তব্য কী?
** আসলে আমি ‘গলুই’ সিনেমাটি মুক্তির বিষয়ে জানি। অন্যটির খবর জানি না। আমি মনে করি ঈদের মতো একটি উৎসবে একাধিক সিনেমা আসা মন্দ নয়। তবে এ মুহূর্তে যেহেতু সিনেমা হল কম, তাই অন্যদেরও সুযোগ দেওয়া উচিত। বিষয়টি নিশ্চয়ই প্রযোজকরা ভাববেন বলে আমার বিশ্বাস।