Posted on Jan 23, 2022 12:51:53 PM.
![]() |
সদ্যই কন্যাসন্তানের মা হয়েছেন বলিউড স্টার প্রিয়াঙ্কা
চোপড়া। ইন্সট্রাগ্রামে নিজেই নিশ্চিত করেছেন এ তথ্য। বাবা হতে পেরে খুশি
নিক জোনাসও। ফলে প্রিয়াঙ্কা-নিকের বিয়ে ভাঙার জল্পনায় আপাতত ইতি পড়ল।
বিয়ে
এবং সদ্য মা হলেও প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছিল অনেকেরই। সবচেয়ে
বেশি যাকে নিয়ে আলোচনা হয়েছিল তার নাম শাহরুখ খান। বলিউডে ক্যারিয়ারের
শুরুতেই নাকি শাহরুখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন প্রিয়াঙ্কা।
তাই
অনেকেরই জানার ইচ্ছে কীভাবে শুরু হল তাদের সম্পর্ক? জানা গেছে, একসঙ্গে কাজ
করার আগে থেকেই নাকি শাহরুখের প্রতি টান ছিল প্রিয়াঙ্কার। যদিও প্রকাশ্যে এ
নিয়ে কোনো কথা বলেননি তিনি। প্রিয়াঙ্কার সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খোলেননি
শাহরুখও। বরাবরই তাকে সহকর্মী বলে পরিচয় দিয়েছেন।
এসব
দেখে রেগে গিয়েছিলেন শাহরুখ-পত্নী গৌরী। পার্টিতে কেন প্রিয়াঙ্কার সঙ্গেই
বেশি সময় কাটান শাহরুখ? তা নিয়ে প্রকাশ্যেই নাকি স্বামী-স্ত্রী কথা
কাটাকাটি শুরু করে দিয়েছিলেন। অনেকে তো বলেন, গৌরীর কথাতেই নাকি করণসহ
বলিউডের একাংশ প্রিয়াঙ্কাকে বয়কটও করে।
বলিউডে আরও একটি গুঞ্জন
রয়েছে। অনেকে বলেন, কানাডার টরন্টোয় গোপনে বিয়েও করে ফেলেছিলেন শাহরুখ ও
প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার অসুস্থ বাবা নাকি নিজের মেয়ের বিয়ে দেখে যেতে
চেয়েছিলেন। তবে সত্যি-মিথ্যে যা-ই হোক না কেন, ‘ডন-২’-এর পর প্রকাশ্যে
দূরত্ব বজায় রেখেই চলেছেন দুই তারকা।