Posted on Jan 04, 2022 06:02:10 PM.
![]() |
নতুন সিনেমা দিয়ে নতুন বছর শুরু করেছেন শোবিজের জনপ্রিয়
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এটি তার তৃতীয় সিনেমা। আনন জামানের গল্প,
চিত্রনাট্য ও সংলাপে ‘দামপাড়া’ নির্মাণ করছেন শুদ্ধমান চৈতন।
চট্টগ্রাম
মেট্রোপলিটন পুলিশের প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমাটি। চট্টগ্রামের
বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ চলছে সিনেমাটির। চিত্রায়ণে অংশ নিয়েছেন ভাবনা।
সেখান থেকে মুঠোফোনে জানিয়েছেন তার নতুন বছরের প্রত্যাশার কথা।
ভাবনা
বলেন, ‘আমি তো আসলে পরিকল্পনা করে কাজ করতে পারি না। কিন্তু এ বছর একটা
এক্সিবিশন করার ইচ্ছা আছে। পেইন্টিংয়ের এক্সিবিশনটা এ বছরই করতে চাই।’
আলাপকালে
এ অভিনেত্রী বলেন, ‘নতুন বছরে নতুন সিনেমার শুটিং করছি। ভালো লাগছে।
ক্যারেক্টার ভালো, গল্পটাও ভালো সবমিলিয়ে ভালো লাগছে। তবে খারাপ লেগেছিল,
বছরের প্রথম দিন ঢাকায় থাকতে পারিনি।’