logo
   প্রচ্ছদ  -   শিক্ষাঙ্গন

কারিগরি ও মাদরাসার ৯৮২ প্রতিষ্ঠান চূড়ান্তভাবে এমপিওভুক্ত
Posted on Apr 30, 2020 01:30:55 PM.


কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান এপিওভুক্তির প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও কারিগরি বিভাগ। এতে চূড়ান্তাবে সাতটি স্তরের মোট ৯৮২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির আওতায় আনা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান ভূইয়া স্বাক্ষরিত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তালিকায় দেখা গেছে, মাদরাসার দাখিল স্তরে ৩২৪টি, আলিম স্তরে ১১৯টি, ফাযিল স্তরে ৩৪টি, কামিল স্তরে ২২টি এবং কারিগরি পর্যায়ে ডিপ্লোমা ইন এগ্রিকালচার পর্যায়ে ৬০টি, বিএম পর্যায়ে ২৬৩টি এবং এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পর্যায়ে ১৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে।

এসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও কোডসহ বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ও যোগ্য শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কারিগরি অধিদফতর ও মাদরাসা অধিদফরকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

আরও বলা হয়েছে, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। তবে শিক্ষক-কর্মচারীদের যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়োগকালীন সময়ের বিধিবিধান, পরিপত্র, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রযোজ্য হবে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে তাদের মধ্যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী কাম্য যোগ্যতা বজায় রাখতে ব্যর্থ হলে সে প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করা হবে। গত বছরের পহেলা জুলাই থেকে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি সুবিধা প্রদান করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে এসব প্রতিষ্ঠান ও শিক্ষকদের কাগজপত্র যাচাই করে কোড নম্বর দিতে বলা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ১০ বছর বন্ধ থাকার পর গত বছর ২৩ অক্টোবর একযোগে দুই হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর ওই বছরের ১২ নভেম্বর ছয়টি এবং ১৪ নভেম্বর একটি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়। নতুন এমপিও পাওয়া এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের গত বছরের (২০১৯) জুলাই থেকে নির্ধারিত বেতন-ভাতা পাওয়ার কথা থাকলেও ২৩ অক্টোবর প্রকাশিত তালিকা নিয়ে নানা বির্তক ওঠে। এরপর তা নতুন ভাবে যাচাই-বাছাই করতে কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী সেসব প্রতিষ্ঠানের কাম্য যোগ্যতা অর্জন হয়েছে সেগুলোকে চূড়ান্তভাবে এমপিওভুক্ত করে তালিকা প্রকাশ করা হয়। গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নিন্ম মাধ্যমিক থেকে কলেজ পর্যন্ত এক হাজার ৬৩৩টি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে এমপিওভুক্তি করে তালিকা প্রকাশ করা হয়।

জানা গেছে, প্রতিষ্ঠানের কোড দেয়া সম্পন্ন হওয়ার পর শিক্ষক-কর্মচারীদের কোড দেয়া শুরু হবে। এ প্রক্রিয়াও দ্রুত শেষ করা হবে। চলতি অর্থবছরের মধ্যেই শিক্ষক-কর্মচারীরা তাদের বেতন পাবেন। শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, খুব দ্রুতই শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা হবে।
  এই বিভাগ থেকে আরও সংবাদ

   চলতি মাসেই প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল
   স্কুল-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো
   আজ টিভিতে প্রাথমিকের যেসব ক্লাস রয়েছে
   ওযু ছাড়া মুখস্থ কুরআন তিলাওয়াত, কুরআন তিলাওয়াতের অডিও শোনা ও মোবাইল এ্যাপ থেকে কুরআন পড়ার বিধান
   অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও ভর্তির সিদ্ধান্ত
   কুরআন তেলাওয়াতের সিজদা
   সেপ্টেম্বর পর্যন্ত পেছাতে পারে এইচএসসি
   পরিস্থিতি স্বাভাবিক হলেই এসএসসির ফল
   সংসদ টিভিতে শুরু হল প্রাথমিকের ক্লাস
   ছুটি শেষ হলে প্রাথমিকের পরীক্ষা
   অভিভাবকের মোবাইল নম্বরে দেয়া হবে এসএসসি পরীক্ষার ফলাফল
   এবার প্রাথমিকের পাঠদানও সংসদ টেলিভিশনে
   ছুটির মধ্যে সংসদ টিভিতে ক্লাস শুরু ২৯ মার্চ
   ‘বাড়ছে’ শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, আজই ঘোষণা
   করোনার বন্ধে ক্লাস হবে টিভির মাধ্যমে
   শুক্রবারের মধ্যে ঢাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
   করোনা: এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত পরে
   কোচিং সেন্টার অবশ্যই বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী
   করোনার কারণে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়
   শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত আজ
   এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ
   প্রাথমিক শিক্ষা সমাপনীতে বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৪২২ জন
   দুই বিশ্ববিদ্যালয়কে ২০ লাখ টাকা জরিমানা
   বদলে যাচ্ছে পরীক্ষার গ্রেডিং পদ্ধতি
   পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত
   অনার্স-মাস্টার্স পরীক্ষায় উপস্থিতি-ইনকোর্সের ২০ নম্বর বাদ
   বেতন বাড়ল প্রাথমিক সহকারী শিক্ষকদের
   হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
   চট্টগ্রামে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৪০০ অনুপস্থিত
   পরীক্ষা দিতে পারছে না অবৈধ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা


  পুরনো সংখ্যা