Posted on May 21, 2023 04:24:26 PM.
![]() |
সিএমপি পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব আবু জায়েদ মোঃ নাজমূন নুর এর নের্তৃত্বে,পুলিশ পরিদর্শক জনাব আনিসুর রহমান, এসআই জসীম উদ্দীন, এসআই রবিউল আলম, এসআই শাহাদত হোসেন, এসআই কিশোর বড়ুয়া, এসআই আকাশ মাহমুদ ফরিদ, এএসআই আব্দুর রহমান পাটোয়ারী, এএসআই নিশান কুমার দে সঙ্গীয়ফোর্স ২০/০৫/২০২৩ খ্রিঃ পতেঙ্গা মডেল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় মোঃ হেলাল উদ্দিন, মোঃ রবিন, মোঃ আল আমিন, মোঃ জনি, মোঃ জামাল উদ্দিন, মোঃ মহসিন, নুর হোসেন, মোঃ ইমন, মোঃ রিয়াজ, ফেন্সী বেগম, ডলি আক্তার, আনিছা বেগম, সালেহা বেগম, ইয়াছমিন আক্তার, সুমি আক্তার ও সালমাকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানার অধর্তব্য মামলা নং- ৫২/২৩ ও ৫৩/২৩, তারিখ- ২১/০৫/২০২৩ খ্রিঃ রুজু করা হয়।