Posted on Feb 08, 2023 11:04:07 AM.
![]() |
নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার নিমার্ণাধীন আট তলা ভবনের ছাদ থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতরা হলেন— সাকিন, ইসরাফিল এবং রিপন। নিহত তিন শ্রমিকের বয়স আনুমানিক ২০ বছরের মতো।বাকলিয়া থানার এসআই আব্দুল আল ইমরান বলেন, নিমার্ণাধীন একটি ভবনের আটতলার ছাদে কাজ করার তিন শ্রমিক পড়ে নিহত হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।