চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন রেজা, সম্পাদক দেবদুলাল
Posted on Jan 01, 2023 11:03:01 AM.
চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সালাউদ্দিন মো. রেজা সভাপতি ও দেবদুলাল ভৌমিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সভাপতি পদে সালাউদ্দিন রেজা পেয়েছেন ৯৫ ভোট। তার নিকটতম কলিম সরওয়ার পান ৯৩ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে দেবদুলাল ভৌমিক পান ৭৭। তার নিকটতম মহসিন চৌধুরী পেয়েছেন ৭১ ভোট।
নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন চৌধুরী ফরিদ। তিনি ১৭৬ ভোট পেয়েছেন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মনজুর কাদের মনজু। তিনি পেয়েছেন ২৫ ভোট। অন্যদিকে যুগ্ম সম্পাদক পদে শহীদুল্লাহ শাহরিয়ার ১৫০ ভোট, অর্থ সম্পাদক পদে রাশেদ মাহমুদ ১২৫ ভোট, সাংস্কৃতিক সম্পাদক পদে নাসির উদ্দিন হায়দার ১৪৭ ভোট, ক্রীড়া সম্পাদক পদে সোহেল সরওয়ার সর্বোচ্চ ১৯১ ভোট, গ্রন্থাগার সম্পাদক পদে কুতুব উদ্দিন ৮০ ভোট, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে আল রাহমান ১২৩ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে খোরশেদুল আলম শামীম ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে কার্যনির্বাহী সদস্য পদে জসিম চৌধুরী সবুজ ১৭২ ভোট, মোয়াজ্জেমুল হক ১৫২ ভোট, আইয়ুব আলী ১২৫ ভোট এবং মঞ্জুরুল আলম মঞ্জু ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৫৬ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। রাত ৯টার দিকে প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ওমর কায়সার।