Posted on Oct 02, 2024 06:23:10 PM.
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন (অতিরিক্ত ডিআইজি) মহোদয়ের সার্বিক দিক-নিদের্শনায়
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ সামীম কবীর, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব শ্রীমা চাকমা ও সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ মাহমুদুল হাসান চৌধুরীর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মোঃ জহির উদ্দীনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সগণ আজ ০২/১০/২৪ খ্রি. ০৯:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরী হালিশহর থানাধীন উত্তরা আবাসিক এলাকার বায়তুল আমান জামে মসজিদসংলগ্ন খালি জায়গায় ঝোপঝাড়ের মধ্য থেকে একটি পিস্তল উদ্ধার করেন। পরবর্তীদের অনুসন্ধানে জানা যায় যে, উদ্ধারকৃত অস্ত্রটি গত ০৫/০৮/২৪ খ্রি. সিএমপির হালিশহর থানা থেকে লুণ্ঠনকৃত অস্ত্রের মধ্যে এটি একটি। এই সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।