logo
   প্রচ্ছদ  -   জাতীয়

একদিনে করোনায় সর্বোচ্চ ২৪ জনের মৃত্যু, শনাক্ত ১৬৯৪
Posted on May 22, 2020 06:08:13 PM.

একদিনে করোনায় সর্বোচ্চ ২৪ জনের মৃত্যু, শনাক্ত ১৬৯৪

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩২ জনে।


এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৯৪ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ৩০ হাজার ২০৫ জন।

এ ছাড়া নতুন করে ৫৮৮ জনসহ মোট ৬ হাজার ১৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৯৯৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৯ হাজার ৭২৭টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৬৯৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ২৪ জন। এই সময়ের মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন আরও ৫৮৮ জন।

ডা. নাসিমা জানান, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০.৪৯ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।

তিনি আরও জানান, মৃত্যুর বয়স বিশ্লেষণে দেখা গেছে, ২১-৩০ বছরের মধ্যে ৫ জন, ৩১-৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১-৫০ বছরের মধ্যে ২ জন, ৫১-৬০ বছরের ৫ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৬ জন, ৭১-৮০ বছরের মধ্যে ২ জন, ৮১-৯০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, মারা যাওয়া কোভিড রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, বরিশালে একজন ও ময়মনসিংহে একজন রয়েছেন।

এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে ৮ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন।

আগের দিন বৃহস্পতিবার দেশে করোনাভাইরাসের রেকর্ড রোগী শনাক্ত হয়। ওইদিন দেশে ১ হাজার ৭৭৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, মৃত্যু হয় ২২ জনের।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয় ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।
  এই বিভাগ থেকে আরও সংবাদ

   অর্ধশতাধিক যাত্রী নিয়ে যমুনায় নৌকাডুবি, নিখোঁজ ৩০
   করোনায় মঞ্জুর এলাহীর স্ত্রী নিলুফারের মৃত্যু
   করোনা কেড়ে নিল আরও ২১ প্রাণ, আক্রান্ত ১১৬৬
   ঈদের দিন মৃত্যু বেড়ে ৫০১, মোট শনাক্ত ৩৫৫৮৫
   মুখে আতঙ্কের ছাপ, নেই কোলাকুলি
   শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদ
   ঈদ মোবারক : প্রধানমন্ত্রী
   ঈদে কোলাকুলি না করার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের
   দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু ২৮, শনাক্ত ১৫৩২
   নজরুলের গান আবৃত্তি করে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
   ‘করোনাকে নিয়েই অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করতে হবে’
   দুই ঘণ্টার ব্যবধানে নিজাম হাজারীর ভাই ও মায়ের মৃত্যু
   রোববার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন
   চাঁদ দেখা যায়নি, সোমবার ঈদ
   গত ২৪ ঘণ্টায় দেশে ১৮৭৩ জনের করোনা শনাক্ত
   দেশে করোনা কেড়ে নিল আরো ২০ প্রাণ
   সাবেক সংসদ সদস্য পুতুলের পরিবারের ৪জন করোনায় আক্রান্ত
   করোনায় দেশে প্রথম নার্সের মৃত্যু
   গাইবান্ধায় ট্রাক উল্টে ১৩ জনের মৃত্যু
   করোনায় একদিনে রেকর্ড ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭৭৩
   করোনার ওষুধ ‘রেমডিসিভির’ স্বাস্থ্যমন্ত্রীর কাছে হস্তান্তর
   আম্ফানে মৃতের সংখ্যা বেড়ে ৮
   মংলা, পায়রা, চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজার থেকে নামলো মহাবিপদ সংকেত
   আশ্রয় কেন্দ্রে ১০ লাখেরও বেশি মানুষ
   মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত
   করোনা থেকে সুস্থ হলেন আরো ১৪৫ পুলিশ সদস্য
   রাত পোহালেই মহাবিপদ সংকেত
   একদিনে করোনা কেড়ে নিল আরও ২১ প্রাণ, শনাক্ত ১২৫১
   বুধবার ভোরে ৫-১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস নিয়ে আঘাত হানবে আম্পান
   সুপার সাইক্লোন আম্পান চোখের আকৃতি নিয়েছে


  পুরনো সংখ্যা