logo
   প্রচ্ছদ  -   খেলার পাতা

ঢাকায় আসছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্তিনেজ
Posted on May 20, 2023 04:34:21 PM.

ঢাকায় আসছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্তিনেজ

কলকাতায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি মোহনবাগান ক্লাবেও যাবেন। তবে তার আগে তিনি ঢাকা সফর করবেন। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত কলকাতায় আনার জন্য যোগাযোগ করেছিলেন মার্তিনেজের সঙ্গে। তবে মার্তিনেজ শুধু কলকাতা নয়; বাংলাদেশেও আসার আগ্রহ ব্যক্ত করেছেন। এর আগে এই শতদ্রু দত্তর উদ্যোগেই কলকাতা ঘুরে গেছেন ফুটবলের দুই অমর চরিত্র পেলে ও ম্যারাডোনা। ঘুরে গেছেন গত নভেম্বরে বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান অধিনায়ক কাফুও। মার্তিনেজের আসন্ন কলকাতা সফরের সব বন্দোবস্তও তিনিই করছেন।

শতদ্রু ভারতীয় সংবাদমাধ্যম এই সময় ডিজিটালকে জানান, ৩ তারিখ অর্থাৎ ৩ জুলাই মার্তিনেজ একদিনের জন্য ঢাকা সফরে যাবেন। তবে সেখানে গিয়ে তিনি কোনো অনুষ্ঠানে অংশ নেবেন কিনা তা জানা যায়নি। তবে সেটি বাংলাদেশের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশের কোনো ক্লাবে যাবেন কিনা তাও সিদ্ধান্ত হয়নি। তবে সেটি খুব শিগগিরই জানা যাবে।

নিজের ফেসবুক পোস্টে শতদ্রু জানান, বাংলাদেশে আর্জেন্টিনার বিশাল সমর্থক সংখ্যা থাকায় তিনি মার্তিনেজকে সেখানে নেওয়ার পরিকল্পনা করেছেন। 

তিনি লেখেন, ‘এমিলিয়ানো মার্তিনেজের মনে বাংলাদেশের জন্য একটা বিশেষ জায়গা রয়েছে। কারণ বাংলাদেশের সমর্থন অনেক বেশি।’

কাতার বিশ্বকাপে সমর্থনের দিক থেকে তাক লাগিয়েছে বাংলাদেশ। দেশের বিভিন্ন প্রান্তে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে বাংলাদেশিরা খেলা দেখেছেন। প্রায় প্রতিটা দলের ম্যাচ কেন্দ্র করেই সমর্থকদের ভিড় দেখা গেছে। ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগালের মতো বড় দলের ম্যাচ নিয়ে আগ্রহ তুঙ্গে ছিল। ফিফার পক্ষ থেকে বাংলাদেশের সমর্থকদের ছবি শেয়ার করে তাদের ধন্যবাদ জানানো হয়েছে। তেমনই ব্রাজিল, আর্জেন্টিনার মতো দলের পক্ষ থেকেও বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানানো হয়। 

জানা গেছে, মার্তিনেজ ৩ জুলাই ঢাকায় নামবেন। এর পর ঢাকা থেকে মার্তিনেজ আসবেন কলকাতায়। ৪ তারিখ যাবেন মোহনবাগান ক্লাবে। সেদিন সন্ধ্যায় তিনি সবুজ মেরুণ ক্লাবে যাবেন। এ ছাড়া একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে তার।



  এই বিভাগ থেকে আরও সংবাদ

   টেস্টে লাঞ্চ বিরতিতে কী খান ক্রিকেটাররা?
   বাংলাদেশের ওপর ক্ষোভ ঝাড়লেন আফ্রিদি
   টিভিতে আজ দেখবেন যেসব খেলা, ৬ জুন ২০২৩
   ৪১ বছর বয়সে এসে ফুটবলকে বিদায় বললেন সুপারম্যান
   টিভিতে দেখুন আজকের খেলা, ০৫ জুন ২০২৩
   পিএসজির হার, বিদায়ী ম্যাচেও দুয়ো শুনতে হলো মেসির
   এমবাপ্পের জোড়া গোল, শিরোপার আরও কাছে পিএসজি
   টিভিতে আজকের খেলা, ২২ মে ২০২৩
   বড্ড অসময়ে জ্বলে উঠলো দিল্লি, বিপদ ঘটালো পাঞ্জাবের
   ছোট পর্দায় আজকের খেলা
   টিভিতে দেখুন আজকের খেলা
   টিভিতে দেখুন আজকের খেলা, ১৫ মে ২০২৩
   দিল্লীকে ৩১ রানে হারিয়ে প্লে অফ খেলার মিশনে টিকে রইলো পাঞ্জাব
   হায়দ্রাবাদকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লক্ষ্ণৌ
   ছোট পর্দায় আজকের খেলা
   সৌদি আরবেই যাচ্ছেন মেসি, চুক্তি সম্পন্ন!
   ছোট পর্দায় আজকের খেলা
   বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকবে দক্ষিণ আফ্রিকাও
   দ্বিতীয়বারের মত ‘খেলাধুলার অস্কার’ লরিয়াস বর্ষসেরা মেসি
   টিভিতে দেখুন আজকের খেলা, ৯ মে ২০২৩
   আর্জেন্টিনাকে ঢাকায় আনতে তাড়াহুড়োর কিছু নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী
   ছোট পর্দায় আজকের খেলা
   প্রথমবার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলো পাকিস্তান
   পিএসজির কাছে ক্ষমা চেয়েছেন মেসি
   টিভিতে আজ দেখবেন যেসব খেলা
   আফিফ-মোসাদ্দেক ঝড়ে আবাহনীর বড় পুঁজি
   টিভিতে আজ দেখবেন যেসব খেলা
   মেসিকে নিষিদ্ধ করলো পিএসজি
   ২৩ রানে ৫ উইকেট হারানো দিল্লি হারিয়ে দিলো টেবিল টপারকে
   টিভিতে দেখুন আজকের খেলা


  পুরনো সংখ্যা