logo
   প্রচ্ছদ  -   খেলার পাতা

বড্ড অসময়ে জ্বলে উঠলো দিল্লি, বিপদ ঘটালো পাঞ্জাবের
Posted on May 18, 2023 02:05:25 PM.

বড্ড অসময়ে জ্বলে উঠলো দিল্লি, বিপদ ঘটালো পাঞ্জাবের

দিল্লি ক্যাপিটালসের বিদায় ঘটে গেছে অনেক আগেই। সবার আগে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। কিন্তু বিদায় নিলেও শেষ মুহূর্তে অন্য কারো বারোটা বাজিয়ে ছাড়বে না তার নিশ্চয়তা কি! এরই মধ্যে বিপদ ঘটিয়ে দিয়েছে তারা পাঞ্জাব কিংসের। বুধবার রাতে পাঞ্জাবের ধর্মশালায় স্বাগতিক পাঞ্জাব কিংসকে ১৫ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে তারা।

এক কথায়, আইপিএলের এবারের আসরে একেবারে শেষ মুহূর্তে এসে যেন জ্বলে উঠলো দিল্লি ক্যাপিটালস। এই জ্বলে ওঠাটা যদি আরও আগে হতো, তাহলে হয়তো বা তারাও টিকে থাকতো প্লে-অফে ওঠার দৌড়ে। কিন্তু এমন এক সময়ে জ্বলে উঠলো, যখন তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে।

ধর্মশালায় টস হেরে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ২১৩ রানের বিশাল স্কোর গড়ে তোলে দিল্লি ক্যাপিটালস। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৮ রান করে থেমে যেতে হয় পাঞ্জাব কিংসকে।

পরাজয়ের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাঞ্জাব কিংসের। কারণ, এই ম্যাচ জিতলে তাদের হয়ে যেতো ১৪ পয়েন্ট। শেষ ম্যাচ জিতলে প্লে-অফ নিশ্চিত হয়ে যেতো তাদের; কিন্তু এই ম্যাচ হারের কারণে প্লে-অফে খেলা প্রায় অনিশ্চিত হয়ে গেছে শিখর ধাওয়ানের দলের। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা রয়েছে এখন টেবিলের অষ্টম স্থানে।

ধর্মশালায় টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলা শুরু করেন দিল্লির দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং পৃত্থ্বি শ। দু’জন মিলে গড়েন ৯৬ রানের জুটি। ৩১ বলে ৪৬ রান করে আউট হন ডেভিড ওয়ার্নার। ৫টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার ছিল তার ব্যাটে। পৃত্থ্বি শ করেন ৩৮ বলে ৫৪ রান। ৭টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মারেন তিনি।

১৪৮ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ার পর আর কেউ আউট হননি। রাইলি রুশো ৩৭ বলে ৮২ রানের এক টর্নেডো ইনিংস খেলেন। ৬টি করে বাউন্ডারি এবং ছক্কার মার মারেন তিনি। ফিল সল্ট ১৪ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন।

জবাব দিতে নেমে লিয়াম লিভিংস্টোনের দুর্দান্ত ব্যাটিং সত্ত্বেও হেরে যেতে হলো পাঞ্জাব কিংসকে। ৪৮ বলে ৯৪ রানের অনবদ্য এক ইনিংস খেলেন লিভিংস্টোন। ৫টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ৯টি। ৪২ বলে ৫৫ রান করেন অথর্ব তাইদে। ৫টি বাউন্ডারি এবং ২ টি ছক্কার মার মারেন তিনি। এছাড়া প্রাবশিরাম সিং করেন ২২ রান। অন্যরা ছিলেন শুধু আসা-যাওয়ার মিছিলে।



  এই বিভাগ থেকে আরও সংবাদ

   টেস্টে লাঞ্চ বিরতিতে কী খান ক্রিকেটাররা?
   বাংলাদেশের ওপর ক্ষোভ ঝাড়লেন আফ্রিদি
   টিভিতে আজ দেখবেন যেসব খেলা, ৬ জুন ২০২৩
   ৪১ বছর বয়সে এসে ফুটবলকে বিদায় বললেন সুপারম্যান
   টিভিতে দেখুন আজকের খেলা, ০৫ জুন ২০২৩
   পিএসজির হার, বিদায়ী ম্যাচেও দুয়ো শুনতে হলো মেসির
   এমবাপ্পের জোড়া গোল, শিরোপার আরও কাছে পিএসজি
   টিভিতে আজকের খেলা, ২২ মে ২০২৩
   ঢাকায় আসছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্তিনেজ
   ছোট পর্দায় আজকের খেলা
   টিভিতে দেখুন আজকের খেলা
   টিভিতে দেখুন আজকের খেলা, ১৫ মে ২০২৩
   দিল্লীকে ৩১ রানে হারিয়ে প্লে অফ খেলার মিশনে টিকে রইলো পাঞ্জাব
   হায়দ্রাবাদকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লক্ষ্ণৌ
   ছোট পর্দায় আজকের খেলা
   সৌদি আরবেই যাচ্ছেন মেসি, চুক্তি সম্পন্ন!
   ছোট পর্দায় আজকের খেলা
   বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকবে দক্ষিণ আফ্রিকাও
   দ্বিতীয়বারের মত ‘খেলাধুলার অস্কার’ লরিয়াস বর্ষসেরা মেসি
   টিভিতে দেখুন আজকের খেলা, ৯ মে ২০২৩
   আর্জেন্টিনাকে ঢাকায় আনতে তাড়াহুড়োর কিছু নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী
   ছোট পর্দায় আজকের খেলা
   প্রথমবার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলো পাকিস্তান
   পিএসজির কাছে ক্ষমা চেয়েছেন মেসি
   টিভিতে আজ দেখবেন যেসব খেলা
   আফিফ-মোসাদ্দেক ঝড়ে আবাহনীর বড় পুঁজি
   টিভিতে আজ দেখবেন যেসব খেলা
   মেসিকে নিষিদ্ধ করলো পিএসজি
   ২৩ রানে ৫ উইকেট হারানো দিল্লি হারিয়ে দিলো টেবিল টপারকে
   টিভিতে দেখুন আজকের খেলা


  পুরনো সংখ্যা