Posted on Jan 21, 2022 05:23:53 PM.
![]() |
এখন একটি অনুসন্ধানী দল এই বিধ্বস্ত বিমান শনাক্ত করেছে। অনুসন্ধান
মিশনের প্রধান যুক্তরাষ্ট্রের অভিযাত্রী ক্লেটন কুহলেস বলেছেন, বিমানটি
নিখোঁজ হওয়া নিয়ে পরে আর কোনো কথা শোনা যায়নি। তবে বিমানটির হতভাগ্য এক
যাত্রীর সন্তানের অনুরোধের পর এই অনুসন্ধান শুরু করেন তারা।
বিল শেরার নামের ওই সন্তান এই অনুসন্ধানের জন্য কুহেলসকে দায়িত্ব দেন।
শেরারের অফিসার বাবা এই বিমানটির যাত্রী ছিলেন। নিউইয়র্ক থেকে ই-মেইল
বার্তায় শেরার এএফপিকে বলেন, ‘আমি শুধু বলতে পারি যে আমি আনন্দিত, শুধু
জেনেছি তিনি কোথায় আছেন। এটা দুঃখজনক কিন্তু তারপরও আনন্দের।’
অনুসন্ধান মিশনের প্রধান জানান, স্থানীয় লিসু নৃগোষ্ঠীর একদল গাইড নিয়ে
বরফশীতল নদীর হাঁটু ও গলা সমান পানি পেরিয়ে পর্বতের উচ্চতায় হিমায়িত
তাপমাত্রায় তাদের ক্যাম্প করতে হয়েছিল। গত সেপ্টেম্বরে তুষার ঝড়ের সময়
প্রাথমিক পর্যায়ে প্রকল্পের তিন গাইড হাইপোথার্মিয়ায় মারা যান। দলটি শেষ
পর্যন্ত গত মাসে একটি তুষার ঢাকা পর্বত চূড়ায় পৌঁছায়। যেখানে সেখানে
বিমানের ধ্বংসাবশেষ দেখতে পান তারা। পরে বিমানটি শনাক্ত হয়। এই
ধ্বংসাবশেষের মধ্যে মানুষের কোনো দেহাবশেষ পাওয়া যায়নি।