logo
   প্রচ্ছদ  -   অর্থনীতি

বাজারে শীতের প্রভাব, কমেছে পিঁয়াজ রসুনের দাম
Posted on Nov 19, 2022 11:17:00 AM.

বাজারে শীতের প্রভাব, কমেছে পিঁয়াজ রসুনের দাম

কয়েক মাস ধরে চলা চড়া দামের মধ্যে বাজারগুলোতে শীতের সবজির সরবরাহ বাড়ায় কমেছে সবজিসহ পিঁয়াজ ও রসুনের দাম। তবে চাল-ডাল, চিনি, ভোজ্য তেল, মাছসহ নিত্যপ্রয়োজনীয় সিংহভাগ পণ্যের মূল্য বাড়তির দিকেই রয়েছে। ফলে ক্রেতা সাধারণের মাঝে বিরাজ করছে নাভিশ্বাস। সাধারণ মানুষ বাজারে গিয়ে পড়ছেন অস্বস্তিতে।


গতকাল রাজধানীর শনির আখড়া বাজার ঘুরে দেখা গেছে, নতুন পিঁয়াজ আসায় এর দাম কমেছে। কমেছে রসুনের দাম। আমদানি করা পিঁয়াজের দাম কেজি প্রতি কমেছে ১০ টাকা। গত সপ্তাহে কেজি ছিল ৫০ টাকা, এ সপ্তাহে তা ৪০ টাকা বিক্রি হচ্ছে। দেশি রসুনের দাম গত সপ্তাহে ছিল ৯০ টাকা, এ সপ্তাহে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

আমদানি করা রসুনের দামও কেজি প্রতি কমেছে ২০ টাকা। গত সপ্তাহে ছিল ১৩০ টাকা, এ সপ্তাহে তা ১১০ টাকা করে বিক্রি হচ্ছে। এ ছাড়া দেশি আদার দাম এক সপ্তাহে হয়েছে প্রায় দ্বিগুণ, গত সপ্তাহে যেখানে ১৩০ টাকা ছিল, এ সপ্তাহে তা হয়েছে ২২০ টাকা। শীতকালীন শাকসবজি সহজলভ্য হওয়ায় কয়েক দিনের ব্যবধানে বেশকিছু সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। মুলার কেজি ২০ টাকায়  বিক্রি হচ্ছে। প্রকারভেদে পাতাকপি ও ফুলকপিও বিক্রি হচ্ছে গত সপ্তাহের তুলনায় অর্ধেক দামে। গত সপ্তাহে যেখানে প্রতি পিস ৬০ টাকায় বিক্রি হতো, এ সপ্তাহে তা ৩০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে খিরা আসায় কমেছে শসার দাম। খিরার কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

শসা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। লম্বা বেগুন প্রতি কেজি ৪০ টাকা, টমেটো ১২০ টাকা, প্রতি কেজি শিম ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। চালকুমড়া ও লাউ আকারভেদে প্রতিটি ৬০-৭০ টাকা, মিষ্টিকুমড়া কেজি ৩০-৪০ টাকা, চিচিঙ্গা ৬০, পটোল ৬০, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, বরবটি ৭০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কচুর লতি ৮০ ও ধুন্দুল ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। নতুন আলু ১৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও কয়েকটি বাজারে দেখা গেছে, ব্রয়লার এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। এক সপ্তাহ আগে ১৬০ টাকা ছিল। সোনালি মুরগি ৩০০ টাকা আর দেশি মুরগি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস কেজি ৭০০ থেকে ৭৫০ টাকা এবং খাসির মাংস ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় বিভিন্ন ডালের দামও কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। প্রতি কেজি দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। প্রতি কেজি কাঁকরোল ৬০ থেকে ৭০ টাকা, চিচিঙ্গা, ঝিঙে, ঢেঁড়স কেজি ৬০ থেকে ৭০ টাকা। কাঁচা মরিচের দাম কিছুটা কমে কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচকলার হালি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। লালশাক প্রতি আঁটি বিক্রি হচ্ছে ২০ টাকা, পালংশাক ২০ টাকা, পুঁইশাক ৩০ টাকায় বিক্রি হচ্ছে। শীতের আবহে লেবুর দাম নাগালের মধ্যে রয়েছে।

চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদকের পাঠানো খবর অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে কমেছে ডিম ও মুরগির দাম। তবে অপরাপর ভোগ্যপণ্যের দাম বেড়েছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল ১৭০ থেকে ১৮০ টাকায়, গতকাল বিক্রি হয়েছে ১৪৫ থেকে ১৫৫ টাকায়। প্রতি ডজন ডিম বিক্রি হয়েছিল ১৪৫ থেকে ১৫০ টাকায়, গতকাল বিক্রি হয়েছে ১২০ থেকে ১২৫ টাকায়। নগরের কাজীর দেউড়ি বাজারে ৫০ কেজির প্রতি বস্তা চালে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। এর সঙ্গে সঙ্গে চাল, ডাল, আটা, ময়দা, তেল, চিনি, ছোলার দামও বেড়েছে। কমেছে পিঁয়াজ, রসুন, আদা, ডিম ও ব্রয়লার মুরগির দাম।



  এই বিভাগ থেকে আরও সংবাদ

   শিগগিরই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে: অর্থমন্ত্রী
   বিশ্ববাজারে কমেছে সোনার দাম, প্রভাব নেই দেশে
   আদার বাজারে ফের অস্থিরতা খুচরায় কেজি ৪৫০ টাকা
   ইবনে সিনার নগদ লভ্যাংশ ঘোষণা
   এবার বাড্ডায় ডিমের আড়তে অভিযান
   কমল চিনির দাম
   আরও কমলো সয়াবিন তেলের দাম
   ঈদুল আজহার তারিখ নির্ধারণে আজ চাঁদ দেখা কমিটির সভা
   মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়িয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা
   ঈদে নতুন টাকার নোট মিলবে ১৮ জুন থেকে
   বিনিয়োগকারীদের বিওতে বোনাস পাঠিয়েছে ইউনিলিভার
   কেনা হচ্ছে ১০০ বৈদ্যুতিক দ্বিতল এসি বাস, ব্যবস্থাপনা নিয়ে সংশয়
   রেকর্ড ডেট জানিয়েছে ব্রাক ব্যাংক
   নতুন টাকার বাজারে চলছে চরম অরাজকতা
   ঈদ-উল ফিতর উপলক্ষ্যে পুঁজিবাজার বন্ধ পাঁচ দিন
   বাংলাদেশকে ৬ হাজার কোটি টাকা দেবে বিশ্বব্যাংক
   রেমিট্যান্স বাড়লেও কমছে রপ্তানি আয়
   সঞ্চয়পত্রে আসছে আরও সংস্কার
   বাজারে আসছে ১ হাজার টাকার নতুন নোট
   সয়াবিন তেল, মসুর ডাল ক্রয়সহ ৬ প্রস্তাব অনুমোদন সরকারি ক্রয় কমিটির
   বিশ্বব্যাংকের প্রতিবেদন বাংলাদেশের অর্থনীতিতে চার চ্যালেঞ্জ
   জেমিনি সি ফুডের লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও একাউন্টে
   আজ থেকে ভতুর্কি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু
   ভোজ্যতেলের ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়লো
   সাপ্তাহিক দরপতনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
   অর্থনীতির লাগাম টানছে অদক্ষতা
   ৫ লাখ টন গম আসছে মোংলা বন্দরে
   সূচকের পতনে পুঁজিবাজারে লেনদেন চলছে
   শিগগিরই কমছে না ডলার সংকট
   রপ্তানি ২০ শতাংশ কমার শঙ্কা বিজিএমইএ’র


  পুরনো সংখ্যা