logo
   প্রচ্ছদ  -   লাইফ স্টাইল

গর্ভাবস্থায় স্যালাইন খাওয়া যাবে কি
Posted on Mar 27, 2024 12:25:22 PM.

গর্ভাবস্থায় স্যালাইন খাওয়া যাবে কি

হ্যাঁ, গর্ভাবস্থায় স্যালাইন খাওয়া যাবে। গর্ভাবস্থায় ডায়রিয়া, বমি বমি ভাব, বমি, অসুস্থতা, এবং জ্বর হলে স্যালাইন খাওয়া জরুরি। স্যালাইন শরীরে হারিয়ে যাওয়া পানি এবং ইলেক্ট্রোলাইটগুলির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
গর্ভাবস্থায় স্যালাইন খাওয়ার নিয়ম

প্রতিবার পাতলা পায়খানা হওয়ার পর এক প্যাকেট ওরস্যালাইন আধা লিটার পানিতে গুলিয়ে খাওয়ার উপদেশ দেওয়া হয়।

বাসায় খাবার স্যালাইনের প্যাকেট না থাকলেও ঘরোয়া উপায়ে খাবার স্যালাইন তৈরি করে নিতে পারেন।

চিড়ার পানি, ভাতের মাড় কিংবা ডাবের পানিও খাওয়া যেতে পারে।
গর্ভাবস্থায় স্যালাইন খাওয়ার কিছু সাবধানতা

ডায়রিয়া বা বমি বমি ভাব হলে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন।

স্যালাইন বেশি পরিমাণে খাওয়া থেকে বিরত থাকুন।

স্যালাইন খাওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণে তরল পান করুন।

গর্ভবতী মহিলাদের জন্য স্যালাইন খাওয়ার কিছু সুবিধা:

পানিশূন্যতা প্রতিরোধ করে।

ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখে।

ডায়রিয়া এবং বমির কারণে হওয়া দুর্বলতা দূর করে।

শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।